বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১০:১১

প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের জন্য যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে তারা পুনরায় যোগদান করবেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা।
বাংলাদেশ ক্লাইমেট ভালনারাবাল ফোরামের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে।
উল্লেখ্য, জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিন যে কয়েকটি নির্বাহী আদেশ সই করেছেন তার মধ্যে একটি হচ্ছে প্যারিস চুক্তিতে ফেরত যাওয়া সংক্রান্ত।
এবিএন/সাদিক/জসিম
এই বিভাগের আরো সংবাদ