ফরিদপুরে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১৪:২৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক জানান, সাকিব ও শাহিন মুন্সী একই মোটরসাইকেলে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়।
এ সময়ে পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলচালক ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক ঝালকাঠীর লাবলু গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।
এবিএন/গালিব/জসিম
এই বিভাগের আরো সংবাদ