ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার আসামি নিহত

প্রকাশ: ১৬ মে ২০১৮, ১২:০১

ফেনী, ১৬ মে, এবিনিউজ : ফেনীর দাগনভুঁইয়া উপজেলায় বন্দুকযুদ্ধে মুসা আল মাসুদ নামে ৬ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
আজ বুধবার ভোরে উপজেলার খুশিপুর গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
দাগনভুঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এক প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি হিসেবে মঙ্গলবার রাতে মুসাকে গ্রেফতার করে পুলিশ। ভোরে তাকে নিয়ে খুশিপুর গ্রামে অন্য আসামিদের ধরতে গেলে তার লোকজন পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই মুসা মারা যান। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়।
তিনি আরও জানান, নিহত মুসার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ ও হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
এবিএন/সাদিক/জসিম
এই বিভাগের আরো সংবাদ