শরণখোলায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৬

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজ হওয়ার পাঁচ ঘন্টা পর বলেশ্বর নদ থেকে উদ্ধার হলো শিশু জুনায়েদের (৫) লাশ। শিশুটি বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের ভ্যানচাল আক্তারুল মাঝির একমাত্র সন্তান। ওই পরিবারে চলছে শোকের মাতম।
পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১২টার দিকে জুনায়েদ বাসা থেকে বের হয়। ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিলো না। কিন্তু বিকেল সাড়ে পাচটার দিকে ভাটির সময় বলেশ্বর নদের চরে একটি শিশুর লাশ ভাসতে দেখে নদের পারের বাসিন্দারা। শিশুর বাবা আক্তারুল মাঝি জানান, জুনায়েদ তার একমাত্র সন্তান। ও সাতার জানতো না।
এবিএন/নজরুল ইসলাম আকন/জসিম/তোহা
এই বিভাগের আরো সংবাদ