শরণখোলায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ১৩:২৪

বাগেরহাটের শরণখোলায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে র্যালী ও মানববন্ধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তাফালবাড়ি বাজারে রায়েন্দা দারুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রলীগ এ মানব বন্ধনের আয়োজন করে।
আধাঘন্টা ব্যাপী মানব বন্ধনে দেড় শতাধিক ছাত্রলীগ কর্মী অংশ নেয়।
এর আগে একটি র্যালী স্থানীয় তাফালবাড়ি বাজার প্রদক্ষিন করে।
মানববন্ধনে বক্তৃতা করেন মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির হোসেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা জিসান তালুকদার।
বক্তারা ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে রায় কার্য্যকর করার এবং ধর্ষকদের বিচার সর্বোচ্চ মৃত্যুদন্ড আইন পাশ করার দাবি জানান।
এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম
এই বিভাগের আরো সংবাদ