নৌপথ খননে সতর্কতা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ১২:৪৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথ খনন করা নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। সতর্কতা ও স্বচ্ছতার সাথে খনন কাজ করতে হবে। একই ঠিকাদার যাতে বার বার কাজ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থবছরে ৪৭১৩ কোটি ১৩ লাখ ব্যয়ে ৪৯টি প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে এডিপিভুক্ত প্রকল্প ৪০টি এবং ৯টি প্রকল্প সংস্থার নিজস্ব। এডিপিভুক্ত প্রকল্পে ৩০১৩ কোটি ৪৪ লাখ এবং নিজস্ব প্রকল্পে ১৬৯৯ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ-সহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাপ্রধানগণ সভায় উপস্থিত ছিলেন
এবিএন/জসিম/তোহা
এবিএন/জসিম/তোহা
এই বিভাগের আরো সংবাদ