শান্তিগঞ্জে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৯

শান্তিগঞ্জ উপজেলায় কার্যকর ও জবাবদিহিমুলক স্থানীয় সরকার ইএএলজি প্রকল্প এর সহযোগিতায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী কর্মসূচি ২০২১ অরেঞ্জ ক্যা¤েপইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার উপজেলা পরিষদ হল রুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব সাধারণ স¤পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক নাঈম আহমেদ, যুগ্ম সাধারণ স¤পাদক জুয়েল দাস প্রমুখ।
এবিএন/অরুণ চক্রবর্তী/গালিব/জসিম
এই বিভাগের আরো সংবাদ