সিরাজগঞ্জে মহাসড়ক পথে রড বিক্রিকালে ট্রাক চালক আটক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ১৯:২১

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের ধোপাকান্দি নামকস্থানে রড বিক্রিকালে ট্রাক চালক তৌহিদুর রহমানকে (৩৪) আটক করেছে পুলিশ। সে দিনাজপুরের বিরল উপজেলার মুরাদপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে চট্রগ্রাম থেকে রডভর্তি একটি ট্রাক গাইবান্ধা যাওয়ার পথে উল্লেখিত স্থানে ট্রাকটি থামায় এবং ওই চালক ট্রাক থেকে ৫ বান্ডিল রড স্থানীয় আলামিন নামে এক যুবকের কাছে বিক্রি করছিল। এ বিষয়টি টহল পুলিশের সন্দেহ হলে ওই ট্রাক চালককে আটক করে এবং এ সময় ওই যুবক পালিয়ে যায়। তবে রড ভর্তি ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ওই রডের মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। এ রডের মালিক পক্ষের লোকজন থানায় আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা
এই বিভাগের আরো সংবাদ