মানিকগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১২:২০

মানিকগঞ্জের দৌলতপুরে কলেজছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়ে আদালত। রায়ে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য রবিবার বিকেল পৌনে ৪টার দিকে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিতরা হলো মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা এলাকার মো. লিংকন এবং একই এলাকার আলতাফ হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মথুরনাথ সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০০৫ সালের ২৭ মার্চ রাতে কলেজছাত্র আরিফকে হত্যা করে আসামিরা। ঘটনার পর দিন তার বাবা মামলা করে।
২০০৬ সালের ৩১ মে মুখ্য বিচারিক হাকিম আদালতে তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। মামলায় ১৯ জনের সাক্ষ্য নেয়া হয়। দোষ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে হাসান আলী, মঞ্জু, সহন, মাইনুদ্দিন, রাসেল ও বাদল। মামলা চলাকালে আসামি জিন্নাত আলী মারা গেলে তাকে মামলা থেকে বাদ দেয়া হয়। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আরিফ হোসেন লিটন এবং হুমায়ন কবির সেন্টু উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে। এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/গালিব
২০০৬ সালের ৩১ মে মুখ্য বিচারিক হাকিম আদালতে তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। মামলায় ১৯ জনের সাক্ষ্য নেয়া হয়। দোষ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে হাসান আলী, মঞ্জু, সহন, মাইনুদ্দিন, রাসেল ও বাদল। মামলা চলাকালে আসামি জিন্নাত আলী মারা গেলে তাকে মামলা থেকে বাদ দেয়া হয়। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আরিফ হোসেন লিটন এবং হুমায়ন কবির সেন্টু উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে। এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/গালিব
এই বিভাগের আরো সংবাদ