কাউখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় গ্রেফতার ২

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১১:১৬

পিরোজপুরের কাউখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় দুই ডাকাত গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত হোসেনের বাড়ীতে গত ২৭ জুন ডাকাতি হয়।
এ ব্যাপারে গত ২৮ জুন কাউখালী থানায় একটি ডাকাতি মামলা হয়, মামলা নং-১০/২৮-০৬-২২।
মামলার সূত্র ধরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত সোমবার (৪-০৭-২২) পিরোজপুরের নেছারাবাদ থানার মাদ্রা গ্রামের রমেশ হালদারের ছেলে রঙ্গলাল হালাদার (৩৪) ও একই গ্রামের সুখরঞ্জন হালদারের ছেলে মৃত্যুঞ্জয় হালদারকে গ্রেফতার করে।
কাউখালী থানার অফিসার ইর্নচাজ মোঃ বনি আমিন জানান, কাউখালীর উত্তর হোগলা গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় গ্রেফতারকৃত দুইজন সরাসরি ডাকাতির সাথে জড়িত এবং আন্ত জেলা ডাকাত দলের সদস্য।
গতকাল মঙ্গলবার সকালে আসামিদের পিরোজপুর কোর্ট প্রেরণ করা হয়েছে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/গালিব
এই বিভাগের আরো সংবাদ